হে নবাগত, তোমার নরম তুলতুলে গাল, নিষ্পাপ চোখ
আর কোমল দুটি হাতের কসম খেয়ে বলছি,
ইট-পাথরের ভারে গুমরে গুমরে কেঁদে উঠা
নিষ্প্রাণ-অমানবিক এই শহরের বুকে
একদা প্রকৃতির দাপাদাপি ছিল
অবিরাম, অফুরান…
সারি সারি কংক্রিটের বুকে যেখানে যন্ত্র-দানব
তুমুল গর্জনে আজ ধেয়ে চলে অবিরাম,
এখানে ঘোড়া আর গরুর খুরের আঘাতে
সবুজ বন আর দূর্বা ঘাস হত প্রকম্পিত,
ধূলি-কণারাও নেচে গেয়ে শ্রান্ত হত সারাবেলা,
রাখাল বালক এই পথেই বুনো বৈচির গন্ধ মেখে মেখে
উদাস করা সুরে গেয়েছিল বিরহের কত কথকতা
আজ হেথা বিবর্ণ প্রান্তর, হায়!
এখানে ও ছিল জলের তীব্র দাপাদাপি, বহতা ঢেউ
জলের পরে নুইয়ে পড়া কাশফুলের বন,
আর ছিল কত সুর
কলকল, ছলছল…
নবাগত, কান পেতে শোন
বহুদূর হতে সময়ের রথে চেপে, ঢেউয়ের বুকে ভেসে আসা
সেই সব কলধ্বনি…
এখানে প্রকৃতি ছিল, সবুজের বুনো আঁশটে গন্ধ ছিল
গাছ ছিল, পাখি ছিল, হিজল-তমালের শাখ ছিল
ছিল নির্মল-প্রাণ উদার আর প্রশস্ত-চিত্ত মানুষ
আজ হেথা ইট আছে, দালানের ঝাঁক আছে,
বিলবোর্ড আছে, বড় বড় তোরণ আছে
ছোট্ট জানালার আরশি আছে,
তার ও পাশে আকাশকে ঢেকে দিতে
এক হাত দূরে পড়শীর সুরম্য অট্টালিকা ও আছে,
অশত্থ-জারুল নেই, বনসাই শুধু আছে
ব্যালকনির টবে পলিমারের ফুল আছে,
সেথা প্রাণহীন পাতা আছে, এমনকি ছোট্ট কুড়িরা ও আছে,
চাঁদের জোছনাকে মেঘের ওপারে ঠেলে দিতে
নিয়ন বাতির আলো আছে,
হে নবাগত, হায়!
জেনে রেখো, তোমার বসুধায়
প্রকৃতি এখন নির্বাসনে…
সবুজ আকাশ হারিয়ে গিয়েছে মহাশুন্যে…
০১ মার্চ - ২০১২
গল্প/কবিতা:
৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪